নাপা নয় মায়ের পরকীয়ার বিষে ২ শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক    ০৯:৫১ এএম, ২০২২-০৩-১৮    62


নাপা নয় মায়ের পরকীয়ার বিষে ২ শিশুর মৃত্যু

ঘটনার ছয় দিন পরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের দুই শিশুর মৃত্যু সম্পর্কে পুলিশ তদন্তের বরাতে সম্পূর্ণ নতুন তথ্য জানাল। দৃষ্টিপ্রতিবন্ধী ইটভাটা শ্রমিক মো. ইসমাইল হোসেন ও তার স্ত্রী রীমা বেগমের দুই পুত্র ইয়াছিন মিয়া (৭) ও মোরসালিন মিয়া (৪) নাপা সিরাপ খাওয়ার কিছুক্ষণ পর বমি করে এবং উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসা পেয়েও মারা যায় বলে খবর প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে ঔষধ প্রশাসন তদন্তের সূচনা করে, সিআইডি সংশ্নিষ্ট নাপা সিরাপের বোতলটি জব্দ করে ঔষধ প্রশাসনে পাঠায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে পুলিশ জানায়, সিরাপ নয়; মায়ের দেওয়া বিষ মেশানো মিষ্টি খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মা অন্য ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে সন্তান হত্যা করে।

এর আগে বৃহস্পতিবার ভোরে শিশু দুটির পিতা মো. ইসমাইল হোসেন স্ত্রী রীমা ও সফিউল্লাহকে অভিযুক্ত করে একটি মামলা করলে পুলিশ মা রীমাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে রীমা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে পুলিশ জানায়। তাকে জেলহাজতে পাঠানো হয়। অভিযুক্ত রীমার কথিত প্রেমিক মৈশাইর গ্রামের সামসু মিয়ার পুত্র সফিউল্লাহ ওরফে সফু পলাতক। তিনিও চার সন্তানের জনক।

এদিকে, শিশুর পিতা ইসমাইল, দাদি নিলুমা বেগম, চাচা উজ্জ্বল মিয়া, চাচি ফাতেমাসহ স্বজনরা এখন রীমার শাস্তি দাবি করলেও ঘটনার আগে রীমার অনৈতিক সম্পর্কে কোনো প্রমাণ পায়নি বা রীমার আচরণও সন্দেহজনক মনে হয়নি বলে জানায়। পলাতক সফিউল্লাহর স্ত্রী সানজিদা বেগমও স্বামীকে কখনও সন্দেহ করতেন না এবং তার স্বামী নির্দোষ দাবি করেন।

পুলিশ জানায়, উপজেলার দুর্গাপুর গ্রামের নজরবাড়ির প্রয়াত নুরুল হকের ছেলে ইসমাইলের সঙ্গে একই গ্রামের মো. হুমায়ুন আহমেদের মেয়ে রীমার ১২-১৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

প্রতিবেশীদের কাছে জানা যায়, ইসমাইল সিলেটের গোলাপগঞ্জের ইটভাটা শ্রমিকের কাজ করেন। পাঁচ-সাত বছর ধরে রীমা একটি চালকলে শ্রমিকের কাজ করছেন। চাতালেই সফিউল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারা বিয়ে করে সংসার করার চিন্তা করে। কিন্তু বাদ সাধে রীমার দুই ছেলেসন্তান। পুলিশের ভাষ্য, বিয়ে করার উদ্দেশ্যে রীমা সফুর পরামর্শে দুই সন্তানকে হত্যার পরিকল্পনা করে। সেমতে ঘটনার দিন (গত ১০ মার্চ) বিকেলে সফু পাঁচটি বিষ মাখানো মিষ্টি রীমার কাছে দেয়। একই দিন সাড়ে ৫টার দিকে শাশুড়িকে শিশুদের জ্বরের সিরাপ আনতে ফার্মেসি পাঠায় এবং ফাঁকে বড় ছেলে ইয়াছিনকে তিনটি ও ছোট ছেলে মোরসালিনকে দুটি মিষ্টি খাওয়ায়। পরে শাশুড়ি সিরাপ নিয়ে এলে শাশুড়ির সামনে পরিমাণমতো সিরাপ খাওয়ায়। কিছুক্ষণের মধ্যে শিশুদের বমি শুরু হলে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের ডাক্তারদের কাছে সিরাপ খাওয়ানোর কথা বললেও বিষমিশ্রিত মিষ্টির কথা বলেনি। পরে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা হাসপাতালে পাঠালে সেখানে টিকিট কাটলেও ভর্তি না করে বাড়িতে চলে আসে। বাড়ি আসার পথে রাস্তায় মোরসালিন ও প্রায় এক ঘণ্টা পর ইয়াছিন মারা যায়। তবে বিষয়টি নিশ্চিত হতে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে রীমা নাপা সিরাপ খেয়ে ও উপযুক্ত চিকিৎসা না পেয়ে শিশু দুটি মারা যায় বলে অভিযোগ করে। তার অভিযোগ স্বজনরাও বিশ্বাস করেন।

এদিকে, ঘটনার আগে একবার এবং দুই শিশুর মৃত্যুর পর রীমার কথিত প্রেমিক সফু নিহত দুই শিশুর বাড়িতে এসেছিল বলে বেশ কয়েকজন জানিয়েছে। ঘটনার পর থেকে বিভিন্ন দিক অনুসন্ধান শুরু করে পুলিশ। সে অনুযায়ী রীমার ব্যবহূত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার স্বামীও মোবাইল নম্বর ও সেটটি কোথায়- জানতে চাইলে সেট ও নম্বরটি চাতাল সর্দার সফুর কাছে বলে জানায়। এতে তারও সন্দেহ হয়। পরে থানায় রীমা আক্তার ও চাতাল সর্দার সফিউল্লাহ সফুকে অভিযুক্ত করে মামলা করলে পুলিশ রীমাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে।

গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক দ্বিতীয় আদালতের হাকিম বেগম আফ্রিনা আহমেদ হেপির সামনে হাজির করেন। আদালত পরিদর্শক দিদারুল ইসলাম রীমা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে নিশ্চিত করেন।

এদিকে, রীমার দুই সন্তান হত্যার ঘটনা স্বীকারের পর দুর্গাপুর গ্রামের মানুষ স্তব্ধ হয়ে পড়েছেন। তবে রীমার স্বামী ইসমাইল হোসেন সুজন, শাশুড়ি নিলুফা বেগম, জা ফাতেমা বেগম ও চাচাশ্বশুর ফজলুল হক বলেন, রীমা এমন জঘন্য কাজ করতে পারে, তা ভাবতেও পারেননি কোনোদিন। সন্দেহ করার মতো কিছু আগে বুঝতেও পারেননি। তারাও রীমা অপরাধী হলে মৃত্যুদণ্ড দাবি করেন।

এদিকে, রীমার বড় ভাই ঘাট শ্রমিক মোস্তাক মিয়া বোনের এমন কথা শুনে বাকরুদ্ধ। তিনি বলেন, কোনোদিন স্বামী-স্ত্রীতে দ্বন্দ্বসহ শ্বশুরবাড়ি বা স্বামী সম্পর্কে কোনো অভিযোগ করেনি রীমা। তবে কেন এমন করল, তা তিনি ভেবে পাচ্ছেন না। রীমার কর্মে বৃদ্ধ ও গরিব মা-বাবা বাকরুদ্ধ।

এদিকে অভিযুক্ত চাতাল সর্দার সফিউল্লাহ সফুর স্ত্রী সানজিদা বেগম জানান, তার স্বামীর এমন কোনো কাজে জড়িত, তা তিনি বিশ্বাস করতে পারেন না। কারণ, কর্মকাণ্ডে সন্দেহ করার মতো কিছু পাননি তিনি। তিনি স্বামী নির্দোষ দাবি করেন। তবে দুই শিশু হত্যাকারী মা- এ কথা তিনি কল্পনাও করতে পারেননি।

গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলায় দোকান থেকে কেনা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাপা সিরাপ খাওয়ার পর প্রথমে বমি ও পরে জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসার পর মারা যায়। জানা যায়, উভয় হাসপাতালে শিশু দুটির স্টমাক ওয়াশ করা হয়নি। নিহতের মা রীমা ও স্বজনরা চিকিৎসকদের গাফিলতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনে। এ ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন ও সদর হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা তদন্ত টিম গঠন করে। পুলিশও আলাদাভাবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি তদন্ত করে।


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত